সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ছয়জনের মৃত্যু

মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

প্রিন্ট করুন

কাবুল, আফগানিস্তান: আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক আত্মঘাতী হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপ সেখানে এ হামলা চালানোর দাবি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা নাটকীয়ভাবে উন্নত হয়েছে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তাদের দুই দশকের বিদ্রোহের অবসান ঘটায়। কিন্তু, আইএস একটি ক্রমবর্ধমান হুমকি তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর টুইটার বার্তায় জানান, সোমবার (২৭ মার্চ) আফগান বাহিনী হামলাকারীকে শনাক্ত করে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি ব্যবসায় কেন্দ্রের সামনে তাকে গুলি হত্যা করা হয়।

তিনি বলেন, ‘হামলাকারীকে গুলি করে হত্যা করায় তার সাথে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। এর ফলে সেখানে ছয়জন বেসামরিক লোক প্রাণ হারায় ও বেশ কয়েকজন আহত হয়।’

পরে জিহাদি গ্রুপের সংবাদমাধ্যম আমাক-এ দেয়া বিবৃতিতে আইএস এ হামলার দায় স্বীকার করে।