বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আফগানিস্তানে মার্কিন সেনারা আসার পর মাদক উৎপাদন বাড়ে ৫০ গুণ

শনিবার, নভেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

তেহরান, ইরান: ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে মাদক উৎপাদন বেড়েছিল ৫০ গুণ।’ বলেছেন ইরানের উপ-পররাষ্ট্র মন্ত্রী আলী বাকেরি কানি। তিনি শনিবার (৫ নভেম্বর) ইরানের তেহরানে এক অনুষ্ঠানে আরো বলেন, ‘আমেরিকা আফগানিস্তানকে অনিরাপত্তা ও সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই দিতে পারে নি।’ খবর পার্সটুডের।

উপ মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসনের পর আফগানিস্তানে নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান দিয়েছিল, বলেছিল নিরাপত্তার ওপর ভিত্তি করে সেখানে উন্নয়ন ও গণতন্ত্র আসবে। কিন্তু ২০ বছর পর দেখা গেল, আফগানিস্তানে উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র এর কোনোটিই নেই। আমেরিকা ইরাকেও ব্যর্থ হয়েছে।’

আলী বাকেরি কানি বলেন, ‘আমেরিকা গায়ে জোরে তার লক্ষ্য হাসিল করতে চায়। কিন্তু শক্তি দিয়ে উদ্দেশ্য হাসিল হবে না বরং আমেরিকার পতন ত্বরান্বিত হবে।’

ইরানের এ কর্মকর্তার মতে, ‘আমেরিকার পতন অনিবার্য এবং এ বাস্তবতা আমেরিকার বিশেষজ্ঞরাও স্বীকার করেছেন।’