সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আবুধাবি টি-টেন লিগে খেলবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: আট দল নিয়ে অনুষ্ঠিতব্য আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ জন ক্রিকেটার। এরমধ্যে সাকিব আল হাসান আগেই দল নিশ্চিত করেছিলেন। বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ছিলেন তিনি। আর সোমবারের (২৬ সেপ্টেম্বর) ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের আরো চারজন ক্রিকেটার। তারা হলেন- নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও তাসকিন আহমেদ।

ড্রাফটে থাকলেও দল পান নি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে টি-টেন লিগের আগামী আসরের ড্রাফট অনুষ্ঠিত হয়। আইকন ও অধিনায়ক হিসেবে সাকিবকে আগেই দলে নিয়েছিলো বাংলা টাইগার্স। ড্রাফট থেকে বাংলা টাইগার্স দলে নিয়েছে আরো দুই বাংলাদেশি ক্রিকেটার সোহান ও মৃত্যুঞ্জয়কে। কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে টিম আবুধাবি। আর বর্তমান চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স দলে নিয়েছে তাসকিনকে।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসর।