সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আবু জাফর মাহমুদকে গ্লোবাল পিস অ্যামব্যাসেডরের সম্মাননা

রবিবার, জুন ১৮, ২০২৩

প্রিন্ট করুন
আবু জাফর মাহমুদ

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: মানব সেবা ও বিশ্বশান্তির পক্ষে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। বুধবার ১৪ জুন) একইসাথে তাকে ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি অ্যান্ড ডিপলোমেসি রিসার্চের পক্ষ থেকে গ্লোবাল পিস অ্যামব্যাসেডরের সম্মাননা দেয়া হয়। হিউমানিটারিয়ান ফোকাস ফাউন্ডেশন, ইউনাইটেড গ্রাজুয়েট কলেজ সেমিনারি ইন্টারন্যাশনাল ও থাউজেন্ড শেডস অব উইম্যান ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য গ্রাজুয়েশন অনুষ্ঠানে ওই ডিগ্রি দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে থেউজেন্ডস শেডব অব উইমেন ইন্টারন্যাশনালের চেয়ারপার্সন ডিওর ফলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আফ্রিকান আমেরিকান লেখক ডিলোইস ব্লেকলি, ড. ব্যাস, ড. ক্লাইড রিভার্স।

ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবু জাফর মাহমুদ বলেন, ‘আমি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। এ স্বীকৃতি ও ডিগ্রির মাধ্যমে আজ আমার কর্মপরিধির আন্তর্জাতিক নেতৃত্বের দায়বদ্ধতা উপলব্ধি করছি। আজ মনে হচ্ছে, আমি গ্লোবাল ফাইটার।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘের নিকটবর্তী এ জায়গাটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। একাধারে পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। জন্ম থেকেই আমি যোদ্ধা। আমি জন্মেছি সন্দ্বীপে। সেটি বাংলাদেশের চার দিকে সমুদ্রবেষ্টিত একটি দ্বীপ। সমুদ্রের ঢেউ দেখে দেখে, জলোচ্ছ্বাস বন্যা দেখে দেখে, ঢেউয়ের সাথে যুদ্ধ করে করে আমরা বেড়ে উঠেছি। মেঘনার ভাঙন, দুর্গত মানুষের হাহাকারসহ প্রকৃতির সব রুদ্র শাসনে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকেই বেড়ে উঠেছি আমি। একইভাবে যৌবনে ১৮ বছর বয়সে অন্যায়, অবিচার, জুলুম ও সশস্ত্র হামলার বিরুদ্ধে যুদ্ধে শামিল হয়েছি। সেই যুদ্ধটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। একইভাবে যুক্তরাষ্ট্রে এসে আরেক মানবিক যুদ্ধে অংশ নিয়েছি। এখানেও, যে কোন সংকটাপন্ন মানুষের পাশে আত্মনিয়োগ করেছি।’