মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

আমি পরীর যোগ্য: সাদী, কী মন্তব্য অভিনেত্রীর?

সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: ভালবাসার মাসে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ গায়ক শেখ সাদী। জানিয়েছেন, তিনি পরী পেতে চান!

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি আপলোড করেন সাদী। এরপর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, আমি মেয়েদের একদমই পছন্দ করি না। আমি পরীর যোগ্য।

সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমণি মন্তব্য করেন। দরজার আড়াল থেকে উঁকি দেয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লিখেন, ‘ওহ’!

সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লেখেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমণির সাথে।

এ বছরের সেরা ক্যাপশন বলে জানিয়েছেন খান মোহাম্মদ আলি নামের এক ভক্ত। অনেকে আবার তরুণ এ গায়ককে শুভ কামনা দিতে শুরু করেছেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। অভিনেত্রীর জামিনদার হন গায়ক সাদী। আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমণির সঙ্গে ছিলেন তিনি। তারপরই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ এ গায়ক।