ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অসাধারণ অভিনয় দক্ষতায় শক্ত জায়গা করে নিয়েছেন দর্শকমনে। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। সম্প্রতি এ চলচ্চিত্রের প্রচারণায় সংবাদ সম্মেলনে নিশো বলেছেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করবেন তিনি।’
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় গুলজানের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে নিশো বলেন, ‘একজন তারকার কিছু অন্ধ ভক্ত থাকে, আমারো আছে। দেখা যায়, আমি যেটাই করি না কেন, সেটা ভাল হোক আর খারাপ হোক, তাদের কাছে ভাল লাগে। আবার কিছু ভক্ত আছেন, যারা সমালোচনা করতে পছন্দ করে।’
আমি সবার উদ্দেশে একটা কথাই বলব, ‘এত দিনের যে অভিজ্ঞতা নিয়ে আমি কাজ করে যাচ্ছি, আমি এমন পারসোনালিটি বা ফিলোসফি ওন করি যে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি অভিনয়টা করে যেতে চাই। কারণ, এ জায়গাটাতে অনেক ‘প্যাশনেট’ ফিল করি আমি।’
এ অভিনেতা আরো বলেন, ‘নাটকের ক্ষেত্রেও অনেকে সাজেশন দিয়েছেন যে, তুমি হিরো হয়ে যাও। তখন আমি রাফায়েত ভাইকে বলতাম, আমি যদি ভিন্ন ভিন্ন চরিত্র করি আপনাদের মত। তারা বলেন, করতে পার, তবে এটা করতে অনেক সময় লাগবে। সে সময় বলেছিলাম, আমার কাছে সময় আছে, আমি এটা ট্রাই করতে চাই।’
‘যখন ভিন্ন ভিন্ন চরিত্র করে মানুষ জনপ্রিয়তা বা পরিচিতি তৈরি হয়, তখন পাশের মানুষটা ভাল কম্পিটিশনের মধ্যে থাকে। তাই, ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন চরিত্র করার চেষ্টাটা আমার ছিল। সেই সাথে নিজেকে একটু ঝালাই করা।’
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার দর্শকরা এটা বুঝেন যে, আমি এ ফিলোসফিটা ‘বিলং’ করি। সিনেমার ক্ষেত্রেও আমার এ চেষ্টাটা বজায় থাকবে। অভিনেতাদের আসলে কোন বয়স থাকে না। যে কোন বয়সেই তারা সেটা ধারণ করতে পারে ও তারা স্মার্ট। এটা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। তাই, অভিনয়টা আমি প্রফেশনাল ওয়েতেই করি।’
নিশো আরো বলেন, ‘আমি মনে করি, আমার দর্শকরা এটা বুঝেন যে, আমি এটা নিজের মধ্যে লালন করি। আমি তাদেরকে শুধু এটাই বলতে চাই, তোমাদের ভালবাসাটা যেন পরিপূর্ণভাবে পাই। সেই সাথে তোমাদের দায়িত্ববোধের জায়গাটা আরো সুন্দর হওয়া উচিৎ। শুধু জড়িয়ে ধরলেই যে ভালবাসা প্রকাশ হয়, এমন না। দূর থেকে যদি কেউ আমাকে আমার অভিনয়ের ভুলগুলো ধরিয়ে দেয় কিংবা টিপস দেয়, সে ক্ষেত্রে আমার চোখ কিন্তু তার দিকেই থাকবে। ভালবাসাটা কিন্তু এভাবেও প্রকাশ করা যায়।
বলে রাখা ভাল, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী। এ চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার বড় তারকা আফরান নিশোর। ‘সুড়ঙ্গ’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি। তার বিপরীতে আছেন তমা মির্জা। ঈদুল আজহায় মুক্তি পাবে চলচ্চিত্রটি।