শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ইহুদি মন্দির বানাতে চান ইসরায়েলের মন্ত্রী

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪

প্রিন্ট করুন

জেরুজালেম, ফিলিস্তিন: সম্ভব হলে আল-আকসা মজসিদ প্রাঙ্গণে ইহুদিদের জন্য একটি উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির। এতে মুসল্লিদের পবিত্র স্থান ও ফিলিস্তিনের জাতীয় প্রতীক আল আকসা হুমকির মুখে থাকায় বেন গভিরের এমন ইচ্ছা ক্ষোভের জন্ম দিয়েছে। সংবাদ আল জাজিরার।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ইহুদিদের জন্য মসজিদ আল আকসায় প্রার্থনার ব্যাপারে ইসরায়েলি সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন। সোমবার (২৬ আগস্ট) আর্মি রেডিওকে তিনি বলেন, ‘সম্ভব হলে আল আকসার প্রাঙ্গণে একটি উপাসনালয় নির্মাণ করা হবে। যেটিকে ইহুদি টেমপল মাউন্ড বলা হবে।’

আল-আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ ও ফিলিস্তিনিদের পরিচয় বহন করে। এছাড়া, এটিকে ইহুদিরা প্রথম ও দ্বিতীয় টেমপল হিসেবে বিবেচনা করে। যদিও ৭০ দশকে এটি রোমদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

ওই সাক্ষাৎকারে বেন গভির বলেন, ‘আমি যদি ইচ্ছামত কিছু করতে পারতাম, তাহলে মসজিদ আল আকসায় একটি ইসরায়েলি পতাকা রাখতাম।’

সাংবাদিক তার কাছে জানতে চান, যদি আপনি টেমপল নির্মাণের সুযোগ পান তাহলে সত্যিই কী তা নির্মাণ করবেন। এ সময় বেন গভির একাধিক বার ইয়েস ইয়েস বলেন।

কয়েক দশক ধরে ইসরায়েল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি ও অমুসলিমরা কিছু সময় পরিদর্শনের সুযোগ পায়। কিন্তু, তারা সেখানে তাদের ধর্মীয় রীতি-নীতি দেখাতে পারে না।