মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইউনূসের বিরুদ্ধে দুদকে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ গ্রামীণ ব্যাংকের

রবিবার, মে ২৬, ২০২৪

প্রিন্ট করুন
মুহাম্মদ ইউনূস

ঢাকা: মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অনিয়মের ব্যাপার দুর্নীতি দমন কমিশনে (দুদক) গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে। রোববার (২৬ মে) গ্রামীণ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই মুহাম্মদ ইউনূস নিজেই দর নির্ধারণী কমিটি গঠনের মাধ্যমে নিজের প্রণীত ও স্বাক্ষরিত গ্রমীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘণ করে, নিজের মালিকানাধীন পরিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে কোন প্রকার প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র আহবান ছাড়াই উচ্চদরে গ্রামীণ ব্যাংকের কোটি কোটি টাকার প্রিন্টিংসামগ্রী ছাপানোর কার্যাদেশ দিয়ে নিজে ও পারিবারিকভাবে বিপুল অংকের আর্থিক সুবিধা নিয়েছেন। উল্লেখিত অনিয়মের তথ্য-প্রমাণাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে, আইনী পরামর্শকদের মতামত ও পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্ত মোতাবেক পরিবারিক প্রতিষ্ঠান ‘প্যাকেজেস কর্পোরেশনকে’ বহুবিধ অবৈধ সুবিধা প্রদান সম্পর্কিত অনিয়মের ব্যাপারে ঢাকাস্থ দুদকে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সুবিধা প্রাপ্তির লক্ষ্যে আইন ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের উপর অর্পিত দায়িত্বের চূড়ান্ত অবমাননা করে ১৯৯০ সাল থেকে নিজের পারিবারিক ছাপাখানা প্রতিষ্ঠান ‘প্যাকেজেস কর্পোরেশনকে’ বহুবিধ অবৈধ সুবিধা দিয়েছেন।