শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইউরোপে শান্তি ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করতে সম্মত ট্রাম্প-শোলজ

সোমবার, নভেম্বর ১১, ২০২৪

প্রিন্ট করুন

বার্লিন, জার্মানি: যুক্তরাষ্ট্রের নয়া নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১০ নভেম্বর) জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা দুইজনেই জার্মান-মার্কিন সম্পর্ক ও বর্তমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের ব্যাপারে মত বিনিময় করেন। সংবাদ এএফপির।

চ্যান্সেলরের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রিট জানান, ট্রাম্পের দ্বিতীয় বার নির্বাচনী জয়ের জন্য শোলজ তাকে অভিনন্দন জানান এবং ইউরোপে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন জার্মানি।

হেবেস্ট্রিট সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘চ্যান্সেলর উভয় দেশের সরকারের মধ্যে দশকব্যাপী সফল সহযোগিতা অব্যাহত রাখতে তার সরকারের অভিপ্রায়ের কথা তুলে ধরেন।’

ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তির উপর জোর দেন ট্রাম্প এবং কিয়েভের জন্য ওয়াশিংটনের বহু বিলিয়ন ডলারের সমর্থন নিয়ে সংশয় প্রকাশ করার কারণে ট্রাম্পের নির্বাচনের জয়কে ইউক্রেন সংঘাতের পরিসমাপ্তির সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

তিনি তার প্রচারণাকালে এমনকি ক্ষমতায় শপথ নেওয়ার পূর্বেই ইউক্রেন যুদ্ধ দ্রুত নিস্পত্তির জন্য বার বার তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে এ বিষয়ে তিনি তার চিন্তাভাবনার বিস্তারিত বিবরণ দেননি।

ওয়াশিংটন পোস্ট রোববার (১০ নভেম্বর) সকালে জানায়, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তাকে ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

হোয়াইট হাউসের বিগত মেয়াদে ট্রাম্প ন্যাটো মিত্র জার্মানিকে প্রতিরক্ষা বাণিজ্য ও অন্যান্য ইস্যুতে অতিরিক্ত খরচের জন্য তিরস্কার করেন।

শোলজ ইতোমধ্যেই বুধবার (৬ নভেম্বর) ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং ঘনিষ্ঠ ট্রান্সআটলান্টিক সম্পর্ক অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিরোধের চেয়ে আমরা একযোগে বহু বেশি অর্জন করতে পারি।’

ইউরোপের বৃহত্তম অর্থনীতির কেন্দ্র-বাম নেতা আসন্ন নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও ব্যক্ত করেছেন।