নিউইয়র্কে, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ‘ইনডিপেনডেন্স ডে’ পালন করেছে ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান কমুউনিটি। মঙ্গলবার (৪ জুলাই) বিকালে নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং এভিনিউয়ের ট্রাই অ্যাঙ্গেলে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল এক মিনিট নিরবর্তা পালন ও আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন কমুউনিটি বোর্ড ৯ এর প্লানিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।
কমিউনিটি এক্টিভিস্ট রেজা আবদুল্লাহ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানেস স্বাগত বক্তব্য দেন যুবনেতা শেখ জামাল হুসেইন। বক্তব্য দেন খলিল ফুড’স এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খলিলুর রহমান, বিবিএর সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, কমুউনিটি বোর্ড ৭ এর সদস্য মঞ্জুর চৌধুরী জগলু, সিপিএ জাকির হোসেন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, ইমরান শাহ রন, মিয়া মোহাম্মদ দাউদ, হাসান আলী, এনওয়াইপিডির সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান, কাজী রবিউজ্জামান, বাকার সভাপতি সারোয়ার চৌধুরী, বাংলাদেশের সড়ক পরিবহন মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, মুন্তাকিন, কবি জুলি রহমান, রিতা খানম, আকতারুজ্জামান হ্যাপী, নুরুল ইসলাম মিলন, জালাল চৌধুরী, মুকিত চৌধুরী, জামাল উদ্দিন চেয়ারম্যান, স্বপন মাস্টার।