রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

ইমরান খানের ওপর হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের

শনিবার, নভেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, `রাজনীতিতে সহিংসতার কোন স্থান নেই।’ তিনি পাকিস্তানের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার আহবান জানিয়েছেন।

অ্যান্টনি ব্লিংকেন আরো বলেন, ‘ইমরান খানসহ অন্য আরো যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে।’

যুক্তরাষ্ট্র সব সময় পাকিস্তানি জনগণের পাশে আছে জানিয়ে তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্র গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

এ ছাড়া টুইট বার্তায় পাকিস্তানের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সতর্কতা অবলম্বনের আহবান জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে এক সমাবেশে ইমরান খানের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ইমরানসহ ১৪ জন আহত হয়েছেন। এ ছাড়া পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছেন। লাহোরের শওকত খানম হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ইমরান খান। শুক্রবার (৪ নভেম্বর) সকালে হাসপাতালে গণ মাধ্যমের সাথে আলাপকালে পিটিআই পাঞ্জাবের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ইয়াসমিন রশিদ বলেছেন, ‘ইমরান খানের পায়ে দুইটি গুলি লেগেছে।’ তার চিকিৎসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।