ইরাক: ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের ১৫ জন সদস্য নিহত হয়েছে। সেখানে এ অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের সাত সৈন্য আহত হয়। সংবাদ এএফপির।
শুক্রবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এসব তথ্য জানিয়েছে।
সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেছে, ‘বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে ইসলামিক স্টেট গ্রুপের নেতাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এতে আইএসআইএসের ১৫ সদস্য নিহত হয়েছে। সেখানে অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি।’
সেন্টকম জানায়, সেখানে আইএসের সদস্যরা বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল।
এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সাত সেনা আহত হয়েছে।
আহত সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
সেন্টকম আরো জানায়, আইএস এ অঞ্চলের, আমাদের মিত্রদের, সেইসঙ্গে আমাদের মাতৃভূমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের জোট ও ইরাকি অংশীদারদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেন্টকম এ গ্রুপের সন্ত্রাসীদের দমনের কাজ অব্যাহত রাখবে।