ইতারি: ইরানে ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে ইসরাইল। এ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলের এ হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ছিল কি না, তা নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
শুক্রবার (১৯ এপ্রিল) ইতালিতে অনুষ্ঠিত জি-সেভেন বৈঠকে বক্তব্য দেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানেই তাকে ইরানে ইসরাইলের হামলা নিয়ে প্রশ্ন করেন বিবিসির সাংবাদিক।
সংবাদ সম্মেলনে ইরানে হামলা নিয়ে কথা বলতে অসম্মতি জানান ব্লিঙ্কেন। তবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কেন আক্রমণাত্মক সামরিক অভিযানে জড়িত নয় ও সংঘাত প্রশমনের কাজ চালিয়ে যাচ্ছে।’
ব্লিঙ্কেন আরো বলেন, ‘আমরা ইসরাইলকে আত্মরক্ষায় সহায়তা করতে ও তার প্রতিরক্ষায় অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যেমনটি আপনারা কয়েক দিন পূর্বে দেখেছিলেন।’
এ সময় ব্লিঙ্কেন শনিবার (১৩ এপ্রিল) ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানান।
ইসরাইল শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানে ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে বলে সংবাদ দেয় যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ। পরে তাদের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করে আল জাজিরা। যদিও এমন সংবাদের পর ইরান বলছে, ‘তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ও দেশটিতে ‘এখনো কোন ক্ষেপণাস্ত্র হামলা’ হয়নি।’
এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইসরাইল এ হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বিবিসি জানায়, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন,‘ ইসরাইল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাইডেন প্রশাসনকে জানিয়েছিল যে, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আঘাত (ইরানে) আসছে।’