শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইরানে হামলার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত নয়

বৃহস্পতিবার, জানুয়ারী ৪, ২০২৪

প্রিন্ট করুন
ম্যাথিউ মিলার

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে তার কবরস্থানে আয়োজিত স্মরণ সভায় ভয়াবহ হামলার পেছনে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জড়িত থাকার কথা ওয়াশিংটন বুধবার (৩ জানুয়ারি) প্রত্যাখান করেছে। চার বছর পূর্বে যুক্তরাষ্ট্রের হামলায় তিনি নিহত হন। খবর এএফপির।

বুধবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘এ হামলার পেছনে যুক্তরাষ্ট্র কোনভাবেই জড়িত নয় এবং এক্ষেত্রে ওয়াশিংটনের কোন পরমর্শ দেয়ার ব্যাপারটিও একেবারে হাস্যকর।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস করার কোন কারণ নেই যে, এ হামলার পেছনে ইসরায়েল জড়িত রয়েছে।’