শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সহায়তার বিল মার্কিন পার্লামেন্টে বাতিল

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইসরাইলকে এক হাজার ৭৬০ কোটি ডলার সহায়তা দেয়ার বিল বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস। মঙ্গলবারের (৬ ফেব্রুয়ারি) অধিবেশনে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করলে ভোটাভুটির পর তা বাতিল হয়ে যায়। সংবাদ রয়টার্সের।

ডেমোক্র্যাটরা বলেছে, ‘তারা শুধু ইসরাইলকে নয়। বরং, আরো বড় পরিসরে সহায়তার প্রস্তাব চায়- যার অধীনে ইউক্রেন, আন্তর্জাতিক মানবিক তহবিল ও সীমান্ত নিরাপত্তার জন্যও অর্থ বরাদ্দ করা হবে।’

বিলটি পাসের জন্য হাউস অব রিপ্রেজেনটেটিভসে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। ২৫০ জন সদস্য এ বিলের বিপক্ষে ভোট দেন ও পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য।

পক্ষে-বিপক্ষে ভোট দেয়া সদস্যদের মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রতিনিধিই ছিলেন। ১৪ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। অন্য দিকে, এ বিল সমর্থন করেছেন ৪৬ জন ডেমোক্র্যাট।

হাউস অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রোজা ডেলাউরো তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এ মুহূর্তে শুধু ইসরাইলকে আর্থিক সহায়তা দেয়া হলে তা যুক্তরাষ্ট্রের বহু মিত্র ও অংশীদারদের নিকট দেশের নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে।’

এর পূর্বে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে আনা বিলকে সমর্থন করেছিলেন, যেখানে সীমান্তে নিরাপত্তা জোরদারসহ ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেয়ার কথা ছিল। তবে, শুধু ইসরাইলকে সহায়তা দেয়ার প্রস্তাবে তিনি ভেটো দেয়ার প্রতিশ্রুতি দেন।