রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

ইসরাইলী সেনার গুলিতে ফিলিস্তিনী যুবক নিহত

বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

প্রিন্ট করুন

রামাল্লা, ফিলিস্তিন: দখলকৃত পশ্চিমতীরে বুধবার (৭ সেপ্টেম্বর) ইসরাইলী অভিযানে একজন ফিলিস্তিনী নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেনিন ও টুবাসের মধ্যকার আল ফারাহ সেনা ক্যাম্পের একজন সেনার ছোঁড়া গুলিতে ইউনিস ঘাসান তায়েহ (২১) নামের ফিলিস্তিনী যুবক প্রাণ হারায়।

সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উভয়পক্ষে বারবার সংঘর্ষ হচ্ছে।

ইসরাইলী সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায় নি।

মার্চে ইসরাইলী লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ১৯ জনের প্রাণহানির পর তেলআবিব পশ্চিমতীরের উত্তরাঞ্চলে অভিযান জোরদার করে। ফিলিস্তিন শাসিত শহরগুলোতে ইসরাইলী অভিযানকালে প্রায়ই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যাচ্ছে।

সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাভি বলেছেন, ‘এসব অভিযানকালে প্রায় এক হাজার ৫০০ ওয়ান্টেড লোককে গ্রেফতার ও শত শত হামলা প্রতিহত করা হয়েছে।’