বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ইসরায়েলকে ‘বিপর্যয়কর’ রাফাহ অভিযানের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্রের মিত্ররা

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সিডনি, অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের নেতারা বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইসরায়েলকে দক্ষিণ গাজার রাফাহ শহরে সম্ভাব্য ‘বিপর্যয়কর’ স্থল আক্রমণের বিরুদ্ধে সতর্ক করেছেন। যা আন্তর্জাতিক উদ্বেগের ক্রমবর্ধমান সম্মিলিত চাপ বাড়িয়ে তুলছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘এ পথে না নামতে’ অনুরোধ করে, কমনওয়েলথভুক্ত তিনটি দেশ একটি ব্যাতিক্রমী যৌথ বিবৃতি জারি করেছে; যা ইসরায়েলের মাসব্যাপী যুদ্ধের বিচারের ব্যাপারে গভীর ও ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের মিত্রদের গ্রুপ বলেছে, ‘আমাদের বহু নাগরিক ও তাদের পরিবারসহ প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি এ এলাকায় আশ্রয় নিয়েছে।’

এতে বলা হয়, ‘একটি সম্প্রসারিত সামরিক অভিযান ধ্বংসাত্মক হবে। আমরা ইসরায়েলের সরকারকে এ পথে না যাওয়ার জন্য অনুরোধ করছি। বেসামরিকদের যাওয়ার আর কোথাও নেই।’

গাজা কর্তৃপক্ষ বলেছে, ‘ইসরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা এখন ২৮ হাজার ছাড়িয়েছে।’

ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্বেও নেতানিয়াহু রাফাহ শহরে স্থল অভিযানের সিদ্ধান্তে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরায়েলের বাহিনী শিগগিরই রাফাতে একটি ‘শক্তিশালী’ অভিযান চালাবে।

উত্তর গাজায় ইসরায়েলের ভয়ংকর বিমান হামলা ও স্থল অভিযানে বাস্তুচ্যুত অসংখ্য গাজাবাসী রাফাহ শহরে আশ্রয় নিয়েছে।