শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়াল

বুধবার, জানুয়ারী ৩, ২০২৪

প্রিন্ট করুন

গাজা, ফিলিস্তিন: গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। নয়া বছরের শুরুতেই গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরার।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বাহিনীর হামলায় সেখানে ২২ হাজার ১৮৫ জন নিহত হয়েছে। এছাড়া, আরো কমপক্ষে ৫৭ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।

গেল ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে ঢুকে আচমকা হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজার এমন কোন জায়গা নেই, যেখানে ইসরায়েলের বাহিনী হামলা চালায়নি। প্রায় তিন মাস ধরে গাজার নানা জায়গায় হামলা চালিয়ে আবাসিক এলাকা, বাড়ি-ঘর, স্কুল, হাসপাতাল এমনকি মসজিদও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েলের সৈন্যরা।

ফিলিস্তিনিরা নিরাপদে আশ্রয় নেবে- এমন কোন জায়গা এখন আর অবশিষ্ট নেই।

সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, গাজার কোন স্থানই এখন নিরাপদ নয়। সেখানকার লাখ লাখ মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। খাদ্য ও পানির সংকট আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে।