রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে পর্যবেক্ষক দিল বাংলাদেশ ব্যাংক

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বেসরকারি শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

সোমবার (১২ ডিসেম্বর) এ দুই ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের বিষয়টি গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। 

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবুল কালামকে এবং মুতাসিম বিল্লাহকে দেয়া হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে।

ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া আবুল কালাম বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ ট্রেজারারি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়োগ পাওয়া মোতাসিম বিল্লাহ পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক। এ দুই পর্যবেক্ষক সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদের সবগুলো সভায় অংশ নেবেন।