বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

শিরোনাম

উইসকনসিনে নির্বাচনী সমাবেশে ট্রাম্প, ‘কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে’

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

উইসকনসিন, যুক্তরাষ্ট্র: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লাখো মানুষ মারা যাবেন।’ সংবাদ এএফপির।

বুধবার (৩০ অক্টোবর) রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বের কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলাকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা একেবারেই অযোগ্য।’

ট্রাম্প বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে কমলা সম্পূর্ণভাবে অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন।’

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, ‘হ্যারিসকে কেউ সম্মান করে না, কেউ বিশ্বাস করে না আবার কেউ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য বলে মনে করছেন না।’

তিনি আরো বলেছেন, ‘কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হল লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা।’

কমলা আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ‘আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করব।’

এ সময় ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টিকে ‘অসভ্য দল’ হিসেবে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।