মঙ্গলবার, ২০ মে ২০২৫

শিরোনাম

উড়ন্ত বিমানে নারীর চেঁচামেচি ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

প্রিন্ট করুন

হিউস্টন, টেক্সাস: যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন থেকে কলোরাডো রাজ্যের ডেনভারগামী ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমানে এক নারীর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে উড়ন্ত বিমানে ওই নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আমাকে কিডন্যাপ করা হয়েছে’। টনাটি ঘটেছে গেল ১৬ নভেম্বর। খবর এনডিটিভি, ফক্স নিউজের।

সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটের পোস্ট করা চার মিনিটের ভিডিওতে দেখা যায়, চলন্ত বিমানে একজন নারী চিৎকার করছেন। ওই নারী বিমানের সারি সারি সিটের ওপর দিয়ে উদ্ভটভাবে লাফালাফি করছেন।

ভিডিওতে দেখা যায়, সহযাত্রী ও এয়ারলাইন্সের কর্মীরা তাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু, কোনভাবেই তাকে থামানো যাচ্ছে না। এ সময় যাত্রী ও ক্রুদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভিডিওতে নারীকে বলতে শোনা যায়, আমাকে বাধা দেবেন না। আমাকে কিডন্যাপ করা হয়েছে। চিৎকার করতে করতে একজন এয়ারলাইন্স কর্মীকে আঘাতও করতে দেখা যায়। পরিস্থিতি আরো খারাপ হওয়ার পর একজন যাত্রী ক্রু সদস্যের সাথে কথা বলতে যান। কিন্তু, ওই নারী চিৎকার করতেই থাকেন। এ সময় বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এয়ারলাইন্সের কর্মীরা নারীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ও অন্য যাত্রীদের তাদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

পরে, বিমানটি জরুরিভাবে টেক্সাসের ডালাসে অবতরণ করে। সেখান থেকে পুলিশ ওই নারীকে আটক করে নিয়ে যায়। ওই নারী কেন এমন কাণ্ড ঘটালেন- এ ব্যাপারে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স এখনো কোন বক্তব্য দেয়নি।