বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে

বুধবার, অক্টোবর ১৯, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা সাংসদ গোলাম কাদের বলেছেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণ মানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি।’

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মঞ্জুর এ খোদা। এ সময় তাকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এ সময় গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ‘কেউ কেউ “উন্নয়নের গণতন্ত্র” নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে, উন্নয়নের গণতন্ত্র নামে কোন কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সাথে প্রতারণা চলছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, জাতীয় ছাত্র সমাজের শাহ ইমরান রিপন, মারুফ আহমেদ প্রিন্স, মো. সৌরভ।