শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

উল্টো পথের লরির সাথে বাসের সংঘর্ষে ফেনীতে চারজনের মৃত্যু

বুধবার, নভেম্বর ৯, ২০২২

প্রিন্ট করুন

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় বাস-লরি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়ে ফেনী জেনারেল হাসপাতালে দশজন চিকিৎসাধীন। বুধবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু ঘটে। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

উপ-সহকারী পরিচালক পুর্ণ চন্দ্র মুৎসূদ্দী জানান, আইন না মেনে বিপরীত দিক হতে একটি লরি এসে ঢাকামুখী ইউনিক সার্ভিসের একটি বাসকে মাঝ বরাবর আঘাত করে।

মহিপাল হাইওয়ে থানা ওসি জানান, রাস্তা সংস্কারের কাজ চলায় চট্টগ্রামমুখী রাস্তা চলাচল বন্ধ ছিল। লরিটি উল্টো পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিল। এতে এ হতাহতের ঘটনা ঘটে।