বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: আগামী ১৫ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের চেয়ারম্যানরা তাদের কার্যালয় থেকে একযোগে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এর পূর্বে পরীক্ষা হয়ে যাওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন করে অবশিষ্ট বিষয়গুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে (সাবজেক্ট ম্যাপিং) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়। অবশিষ্ট পরীক্ষার বিষয়গুলোর লিখিত ও ব্যবহারিক বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো ফের শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, শিক্ষার্থীদের দাবি মেনে গেল ২০ আগস্ট অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়।