শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

এনার্জিপ্যাকের ২৮তম এজিএম অনুষ্ঠিত; পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মঙ্গলবার, জানুয়ারী ২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনপিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা মেনে এ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী রবিউল আলমের সভাপতিত্বে সভায় (এজিএম) স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নুরুল আমিন এবং মিকাইল শিপারসহ বোর্ডের অন্য পরিচালক অংশ নেন। উপস্থিত ছিলেন আইসিবির প্রতিনিধি পরিচালক মাজেদা খাতুন।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক (সিইও) হুমায়ুন রশীদ বলেন, ‘আমি বিশ্বাস করি, দেশ আগামীতে আরো এগিয়ে যাবে, সাথে এনার্জিপ্যাকও আরো বেশি শক্তিশালী হবে। কারণ, আমরা আগামীতে কী হবে, তার ওপর নির্ভর করে আমাদের ব্যবসায়িক কৌশল এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সর্বদা প্রবৃদ্ধি অর্জন করেছি এবং শেয়ারহোল্ডাররা পাশে থাকলে আমরাভবিষ্যতেও বহু বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব।’

সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।