শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

এপ্লাস্টিক এনিমিয়া রোগী মোহাম্মদ হাসানের পাশে মানবিক সংগঠন ‘নিশ্বাসের বন্ধু’

রবিবার, জুলাই ২৩, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মানবিক সংগঠন নিশ্বাসের বন্ধু উদ্যোগে ‘বেঁচে থাকার স্বপ্ন’ প্রকল্পের আওতায় মরণব্যাধি এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্র মোহাম্মদ হাসানের ভারতে উন্নত চিকিৎসার সম্মিলিত সহযোগীতার প্রায় ১১ লাখ টাকার ফান্ড হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) বিকালে সিটির চাঁন্দগাঁওয়ের নাজির পাড়ায় ‘নিশ্বাসের বন্ধু’র কার্যালয়ে সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আফতাব উদ্দিন চৌধুরী মোহাম্মদ হাসানের হাতে এ চেক তুলে দেন।

এ সময় আফতাব উদ্দিন চৌধুরী ‘নিশ্বাসের বন্ধু’র মানব সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন। তিনি সমাজের বিত্তবান ও সামর্থবান ব্যক্তিদেরকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো আহবান জানান।

সভাপতির বক্তব্যে ‘নিশ্বাসের বন্ধু’র সভাপতি আবুল মনসুর রুমেল মোহাম্মদ হাসানের চিকিৎসার জন্য সর্বোচ্চ সহযোগিতাকারী নিশ্বাসের বন্ধুর যুক্তরাষ্ট্র প্রবাসী উপদেষ্টা দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান এবং যারা নিশ্বাসের বন্ধু’কে এগিয়ে যেতে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

জামান চৌধুরী শিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, সমাজসেবক সোলাইমান কোম্পানী, গোলাম আলী নাজির পাড়া জামে মসজিদের খতিব মোহাম্মদ জসীম উদ্দিন, সংগঠনের সদস্য মোহাম্মদ নাসির, মোহাম্মদ আবুল মনসুর, এরশাদ, মাইনুল হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর, এনাম, ইজাজ, দিদার, আজম, ওয়াহেদ, পাপ্পু, আরমান, রিদয়, জাবেদ, তৈয়ব।