শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

এসজিএসের কর্মীরা পাবেন মেটলাইফের বিমা সুবিধা

সোমবার, অক্টোবর ৩১, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: কর্মীদেরকে বিমা সেবা দেয়ার লক্ষ্যে মেটলাইফের সাথে সম্প্রতি চুক্তি সই করেছে এসজিএস। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাদের ওপর নির্ভরশীলরা (স্বামী, স্ত্রী ও সন্তান) দূর্ঘটনা, অক্ষমতা, মৃত্যু ও জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে মেটলাইফের বিমা সেবার আওতায় থাকবেন।

এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুর রশিদ এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ চুক্তিপত্রে সই করেন।

এসজিএস বিশ্বের অন্যতম পণ্য ও পরিষেবা মানের পরিদর্শন এবং সার্টিফিকেশন কোম্পানিগুলির মধ্যে একটি। ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত সংস্থাটির বিশ্বব্যাপী দুই হাজার ৭০০টি অফিস ও ল্যাবরেটরির নেটওয়ার্ক রয়েছে।

মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইনে বিমা দাবি-নিষ্পত্তির সেবা, দ্রুত বীমা দাবি প্রদান ও আর্থিক সক্ষমতা বিবেচনা করে এসজিএসের কর্মীদের জন্য মেটলাইফকে বীমা সেবা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে এসজিএস।

মেটলাইফ ১৯৭৪ থেকে বাংলাদেশের করপোরেটদের জন্য বীমা সেবা দেয়া শুরু করে এবং এসজিএস ছিল মেটলাইফ বাংলাদেশের প্রথম করপোরেট ক্লায়েন্ট।

বাংলাদেশে ৮০০’র বেশি প্রতিষ্ঠানের দুই লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।