শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

এসডি রুবেলের চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’ মুক্তি পাবে ১৪ অক্টোবর

মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। তার পরিচালনায় নির্মিত হয়েছে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি চলচ্চিত্র। আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন এসডি রুবেল নিজে।

এসডি রুবেল গণ মাধ্যমকে বলেন, ‘অনেক আগেই আমার পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘বৃদ্ধাশ্রম’ ছাড়পত্র পেয়েছে। আগেও চলচ্চিত্রটি মুক্তির তারিখ ঘোষণা করা হলেও করোনা পরিস্থিতির কারণে মুক্তি দিতে পারি নি। এবার ১৪ অক্টোবর মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে তারিখ নিয়েছি। আশা করি, নির্ধারিত সময়ে আমি চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব।’

‘বৃদ্ধাশ্রম’ নিয়ে এসডি রুবেল বলেন, ‘চলচ্চিত্রটিতে সামাজিক অবক্ষয়ের বিষয় তুলে ধরেছি, সচেতনতামূলক মেসেজ দিতে। আশা করছি, দর্শক আগ্রহ নিয়ে চলচ্চিত্রটি দেখবেন।

‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রে নায়ক চরিত্রে অভিনয় করেছেন এসডি রুবেল নিজেই। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আরো অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজসহ অনেকে।

চলচ্চিত্রটিতে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছেন এসডি রুবেল।