বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

এস আলমের গাড়িকাণ্ডে পদ গেল বিএনপি দক্ষিণ চট্টগ্রামের তিন নেতার; আহ্বায়ক কমিটিও বিলুপ্ত

সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামে এস আলম গ্রুপের ১৪টি বিলাসবহুল গাড়ি কারখানা থেকে অন্যত্র সরিয়ে নেয়ার ঘটনায় দক্ষিণ জেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুইটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কমিটি বিলুপ্তি তিন নেতার সদস্য পদ স্থগিতের ব্যাপারটি নিশ্চিত করেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।’

একই সময়ে অপর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রাক্তন আহ্বায়ক আবু সুফিয়ান, এক নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এসএম মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।’ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বলে রাখা ভাল, সিটির মইজ্যার টেক এলাকার এস আলমের একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত ১৪টি গাড়ি বিএনপির নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মধ্যরাতে সিটির কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার ওই কারখানা থেকে এ গাড়িগুলো সরিয়ে নেয়া হয়। এস আলমের সম্পদ কাউকে না কেনার ও তাতে হাত না দেয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থাবর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হচ্ছে। গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়িচালকসহ বিএনপির বেশকিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আঁধারে কারখানা থেকে বেশ কয়েকটি গাড়ি বের হতে দেখা যায় এবং এনাম ও মামুনের উপস্থিতিও দেখা গেছে।