রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেয়াটা সত্যি দুঃখজনক!

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রিন্ট করুন

রায়হান রাফি: সিনেমা বাস্তবের সাথে মিলে গেছে। তাই, এটা মুক্তি দেয়া যাবে না! সিনেমা হতে হবে অবাস্তব!!!!!

ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ সেন্সর বোর্ডে আটকে দেয়ার তীব্র প্রতিবাদ জানাই।

বিষয়টা তাহলে এমন, কোন সিনেমায় কোন সাংবাদিক দম্পতি খুন হতে পারবে না? কাল্পনিক কাহিনী উল্লেখ করার পরেও যদি কোন ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়, তাহলে ব্যাপারটা এমন, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না টাইপ।

তাহলে কি সিনেমায় কোন মেয়ে গুম হয়ে খুন হলে তা কুমিল্লার তনুর সাথে মিলানো হবে? সিনেমায় কোন কিশোরের লাশ নদীতে পাওয়া গেলে, তার সাথে নারায়নগঞ্জের ত্বকী হত্যাকান্ড মিলানো হবে?

‘অমীমাংসিত’ সিনেমায় কোন কিছুই প্রমাণ করা হয়নি, জাস্ট বিভিন্ন জনের ধারণা দেখানো হয়েছিল। তারপরও এ সিনেমা আটকে দেয়াটা সত্যি দুঃখজনক!

সিনেমায় কোন খুন দেখানো যাবে না, কোন ধর্ষণ দেখানো যাবে না, কোন অপহরণ দেখানো যাবে না, কোন গুম দেখানো যাবে না। আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেস্তে। এখানে কোন খুন হয় না, কোন গুম হয় না, কোন ধর্ষণ হয় না। এভাবেই হাত পা বেঁধে সাতার কাটতে হবে আমাদের দেশের সিনেমাকে।

লেখক: চলচ্চিত্র পরিচালক, ফেসবুক থেকে সংগৃহিত।