রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: ঈদের হাসিখুশি । মোহাম্মদ ওয়াসিম

শনিবার, এপ্রিল ২২, ২০২৩

প্রিন্ট করুন

ঈদ মানে আনন্দ,
ঈদ মানেই খুশি,
সেই খুশিতে উদ্ভাসিত
মাতৃভূমির প্রতিটি ইঞ্চি ইঞ্চি।

ঈদ মানেই শান্তি সুখের পরিবেশ।
ঈদ মানেই কচিকাঁচা বাচ্চাদের ঈদ-সেলামি ।
ঈদ মানেই সেমাই খাওয়া, আর
বাহারি রঙের পোশাক পরা।

ঈদ মানেই,হৃদয়ের সবটুকু মমতায়,
প্রতিটি মানুষের ভালবাসা সমতায়।
ঈদ মানে আনন্দ-উল্লাসের মিলন মেলা।

এ হবে সুযোগ যদি নিতে পারি সেই সুখ
ঈদ-উল-ফিতরে হোক না মিলনটুক ।
কত চেনা, আপন মানুষদের প্রিয় মুখ।

এবার এস একটু মিলায় বুকে বুক।
এস মোরা এবার,
ঈদের আনন্দে আনন্দময়ী হ‌ই।

কবি: বংশীবাদক, সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম