মানুষের পবিত্র মায়ার চাদরে আবদ্ধ
আমার এ হৃদয়।
তাইতো প্রিয়জনদের ভালবাসায়
সিক্ত হয়ে যায় আমার এ মন।
যাদের অকৃত্রিম ভালবাসা ও মায়া মমতায়,
মন ভরে যায় সব সময়।
জানি, আমার বিশ্বাসই বলে,
আমি যেভাবেই যায় না কেন!
তোমাদের কাছে গিয়ে পৌঁছাবই,
লোকে বলে-
রক্তের টান আর নাড়ীর সম্পর্ক,
শিকড়ের সন্ধানে খোঁজী সদায়
বাবা-মায়ের বন্ধন মিশে আছে যেথায়,
যে বন্ধনে নেই কোন স্বার্থ,
নেই কোন শর্ত,
শুধু আছে প্রেম-প্রীতি
আরো আছে মায়া-মিতি,
ভালবাসায় হই মোরা সিক্ত
হৃদয়ের সেতুতে জ্বলজ্বলে দীপ্ত।
আমরা-আমরাই তো..
অমঙ্গলের শক্তি নেই তো,
আমরা-আমরাই তো।
কবি: বংশীবাদক, সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম