সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: কিসের উল্লাস ৷। মো. আসাদুল্লাহ চৌধুরী

বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২

প্রিন্ট করুন

ডিসেম্বর জুড়ে বিজয় উল্লাস,
মুক্তিযুদ্ধাদের খুব করে তালাশ;
রঙিন পোস্টার হরেক রকম ব্যানার,
আলোচনা সভা আর কত সেমিনার;

বিজয় দিবসে প্রভাতফেরী কুচকাওয়াজ,
চলে আসছে অব্যাহত রবে রেওয়াজ;
প্রাপ্তির ঝুলিতে কেবল বাক স্বাধীনতা,
পরিস্ফুটন ঘটেনি তার কার্যকারিতা;
বাঙালী মোরা কেবল বাক্ পারদর্শী,
কম্পিত ফিউজ বাতিতে হঠাৎ করে জ্বলি।

ইতিহাস ভুলি উল্লাসে উঠেছি মাতিয়া,
যেখানে দ্বারে দ্বারে ঠাঁই খুঁজে মুক্তিযুদ্ধা;
দুহাতে যুদ্ধ করে যারা এনেছে স্বাধীনতা,
তাঁদের হাতে এখনও দেখি ভিক্ষার থালা;
দেশের তরে যারা দিয়েছে শ্রেষ্ঠ সম্মান বলি,
সেসব বীরাঙ্গনাদের মেলেনি কোন স্বীকৃতি;
তাঁদের সংগ্রাম এখন ভিন্ন থামেনি,
দু’মুটো ভাত ও শুকনো রুটি;

বিজয় দিবসে হঠাৎ করে ডাক প্রশংসার বুলি,
এড়িয়ে তাঁদের কথা, শুনি কেবল বিজয় কাহিনী ;
কখনও বা তাঁদের কান্নায় পরিবেশ হয় ভারী,
ব্যার্থ হই মোরা জানাতে সহানুভূতি ;
সংবেদনশীল মন ক্ষণিকের তরে বুঝে আকুতি,
অতঃপর চলমান প্রক্রিয়া যার নেই কোন নিষ্কৃতি।

কবি: আবৃত্তি শিল্পী, ব্যাংকার, চট্টগ্রাম