আদি পিতা-মাতার দুই পুত্রদ্বয় যখন
কুরবানি তারা করিয়াছিল উভয়ে তখন,
একজনের কুরবানি হইল রে ভাই কবুল ,
আরেকজনের হইল না যে একুল-ওকুল
শয়তান তার ভাইকে প্ররোচনা দেয় যাতে,
তাহারা বিবাদ করে যেন ভাইদ্বয়ের সাথে।
অতঃপর সে, ভাইকে হত্যা করিল, ফলে
হল সেই ভাই শরিক ক্ষতিগ্রস্তদের দলে,
মুক্তাকিদের কুরবানি হয় কবুল খোদার তরে।
আল্লাহর কৃতজ্ঞতায় অবগত হও- ওরে
খোদার কাছে রক্ত-মাংস যায় না তো ওপারে।
আমাদের তাকওয়াই শুধু তার কাছে পৌঁছায় রে,
প্রভুর প্রশংসা গাইতে পারি বিনয়াপুত হয়ে- ওরে।
যদি হয়ে থাকি বিশ্বাসী তার আয়াতে, নিদর্শনে,
তাহা খাও; যাতে প্রভুর নাম লওয়া হয়েছে মনে।
নিজে খাও; আর অভাবীকেও দাও,
চায় কিবা না-ই চায় লোক-শরমে।
প্রভুই, মোদের সুপথের দিশা দান করেছেন বলে,
সুখবর দিয়েছেন মোদেরে; যারা নেককারদের দলে।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম