রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: ডেসটিনি । মোহাম্মদ ওয়াসিম।

মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩

প্রিন্ট করুন

সব সময় কি ভাল সময় যাবে ভাব!
মন্দ সময়েও কাটাতে হবে জীবন দেখ!
তাই ভেবে কি ভেঙে পড়বে শোকে!
ষোল আনা তো নয় চার আনা যাবে দুখে।

দিবসের ভেতর আছে যেমন রাত্রি নিহিত
রাত্রির ভেতর থেকে ফিরে আসে দিন তো
যদি বিশ্বাস রাখি সৃষ্টিকর্তার ডেসটিনি
যাকেই খুশি তিনি করেন হীন,
আবার করেন তিনি বলবান।

তিনি যাকে খুশি চান….
বাড়িয়ে দেন বেহিসাব রিজিকদান।
সুখ-দুখ, ভাল-মন্দ সবকিছুই তো
আছে মহান সৃষ্টিকর্তার কাছে রহিত।
নিজ অনুগ্রহে যদি তিনি চান
বাড়িয়ে দেবে তার অফুরন্ত দান।

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।