দুঃখ এখন কেমন চলে?
কেমন জমজমাট?
বাজার কোথায় তার?
কোথায় কত দাম?
আমার কিছু দুঃখ ছিল
বেচে দিয়ে মুক্ত হতাম।।
শুনেছি বেশ উর্ধ্বমুখী
কয়েক বছর আগেও ছিল
দুয়েক জোড়া দুঃখ নিলে
সোনার দামে কিনতে হতা।
এখন নাকি মন্দা- কারণ
সবার দুঃখই অফুরনতো।।
এই-যে শুনুন পথিক সুহৃদ
আছেন নাকি কেউ?
অল্প কিছু দুঃখ নিবেন?
নামমাত্র মূল্যে দেব।
আমার কিছু দুঃখ ছিল
নিয়ে গেলে মুক্ত হব।।
কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম