শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কবিতা: দুর্ভিক্ষের অবসান । মো. গনি মিয়া বাবুল

সোমবার, নভেম্বর ১৪, ২০২২

প্রিন্ট করুন
মো. গনি মিয়া বাবুল

দুর্ভিক্ষের অবসান চান
লাঙ্গল নিয়ে মাঠে যান,
পতিত জমি করলে চাষ
সুখের হবে বসবাস।

কৃষক যদি হয় ক্লান্ত
দুনিয়া হবে অশান্ত,
বীজ সার সেচ যত্ন
চাষে মিলে ফলে রত্ন।

কৃষক কৃষির উন্নয়ন
সরস মাটিতে অধিক ফলন,
খাদ্য শস্যের উৎপাদন
সুখ শান্তি নিরাপদ জীবন।

কবি: চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ