তোমাকে কত দিন দেখি না-
কত সুদীর্ঘ দিন পার হয়ে গেল তোমাকে দেখিনি।
এখন দিনের হিসেব ফুরিয়ে বছর গড়ায়
আমাদের সব হিসেব তবে শেষমেশ গড়িয়ে যায়!
একটাই শহর আমাদের- ছোটখাটো বাড়ি,
পাবলিক গাড়ি
হেঁটে যেতে যেতে সেই পরিচিত গলি পার হয়ে যাই।
এত কিছু অনুকূলে তবু
সেই শেষ কবে…, বছর চারেক গড়ায়।
সেই শেষ কবে, কোন এক নাগরিক শীতে দেখা হয়েছিল-
তারপর বহু দিন দেখিনি তোমায়!
তবু মিরপুর যাই, মহাখালী যাই
মাঝেসাঝে হুটহাট দেখা হয় যদি-
এ আশে বালুঘাট যাই।
ইসিবির চত্বরে সকাল, সব সকাল কাটাই।
তোমাকে দেখি না।
সেই শেষ কবে- দেখা হয়েছিল
তারপর বহু দিন দেখিনি তোমায়৷৷
কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম