রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: বৃক্ষের মত বাঁচি । মোহাম্মদ ওয়াসিম

বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩

প্রিন্ট করুন

বৃক্ষ যখন বেড়ে উঠে প্রকৃতিতে
যে দিকে আলো-বাতাস গায়ে লাগে,
সে দিকেই তার ডালপালা মেলে ধরে।

কখনো যদি তার ডালপালায়
আসে কোন বাধা কিংবা
কোন কার্নিশে খায় ধাক্কা,
অনায়াসে ঘুরিয়ে নেয় তার গতিপথ।

প্রকৃতির জীবন-চক্র কত মহৎ,
মানুষ কি আজকাল ভাবে বা বুঝে
প্রকৃতির জীবন-চক্রের এ নিরব-ভাষা!
কত উদ্ভুত এ বৃক্ষ……

মানুষ যা ছাড়ে নিঃশ্বাসে বাতাসে
বৃক্ষ চুষে নেয় আপন করে নিঃশ্বাসে।
মানুষ বাঁচে না যা ছাড়া,
বৃক্ষ প্রতিনিয়ত ছাড়ে তা
মানবের মাঝে বিলিয়ে দেয়
আজীবন কোন শর্ত ছাড়া।

আমরা কি বৃক্ষের মত ‌ঋজু ভঙ্গিতে
মানুষ, মানুষের কাজে আসতে পারি না?
বৃক্ষ প্রেমিক, প্রকৃতি প্রেমিক, বাবারা….
মানবতার সেবায় কিছুটা সময় হবে?

আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচায়।
মুক্ত পরিবেশ, বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলি
নতুন প্রজন্মের কাছে ইতিহাস হয়ে থাকি।

কবি: বংশীবাদক ও সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম।