শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

কানাডায় ছুরি হামলায় দশ জন নিহত

সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন

অটোয়া, কানাডা: কানাডার প্রত্যন্ত সাচকাচুয়ান প্রদেশে রোববার (৪ সেপ্টেম্বর) পৃথক ছুরি হামলায় দশ জন নিহত ও বেশকিছু লোক আহত হয়েছেন। সন্দেহভাজন দুই হামলাকারীকে ধরতে স্থানীয় পুলিশ পুরো প্রদেশে সতর্কতা জারি করেছে। এমনকি প্রতিবেশী দুই প্রদেশ আলবার্টা ও ম্যানিটাবাতেও একই সতর্কতা জারি করা হয়। হামলাকারীদের ধরতে পুলিশ কয়েকটি প্রদেশে অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারি কমিশনার রোনডা ব্ল্যাকমোর সংবাদ সম্মেলনে জানান, তারা দশটি লাশ ও হামলা চালানো হয়েছে এমন ১৩টি স্থান শনাক্ত করেছেন। এছাড়া পুলিশ বেশ কিছু আহত লোককে উদ্ধার করেছে। এদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্ল্যাকমোর বলেন, ‘আমরা সন্দেহভাজন দুইজনকে ধরতে ব্যাপক অভিযান চালাচ্ছি। এছাড়া, সন্দেহভাজন দুই হামলাকারীর মধ্যে সম্পর্ক কি তা জানারও চেষ্টা করা হচ্ছে।’

পুলিশের ধারণা, এলোপাতাড়ি ছুরি হামলা চালানো হলেও কিছু মানুষ আগে থেকেই লক্ষ্যবস্ত ছিল।

এ দিকে, সাচকাচুয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘বেশকিছু সংখ্যক আহতকে চিকিৎসা দেয়ার জন্যে তারা জরুরি ব্যবস্থা নিয়েছেন।’