সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি তৈরির বিষয় স্বীকার যুক্তরাষ্ট্রের

সোমবার, জুন ১২, ২০২৩

প্রিন্ট করুন

কিউবা: কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি তৈরির ব্যাপারটি অবশেষে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিবৃতির বরাত দিয়ে রোববার (১১ জুন) যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, ২০১৯ সালেই গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য অবকাঠামো বানিয়েছে চীন। সম্প্রতি ঘাঁটির সক্ষমতা বাড়ানোর কর্মকাণ্ড শুরু করেছে দেশটি।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর নজরদারি করতে কিউবায় গুপ্তচর ঘাঁটি বানাচ্ছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর শুরু হয় তোলপাড়। নড়েচড়ে বসে বাইডেন প্রশাসন।

গুপ্তচর ঘাঁটি তৈরির বিষয়ে কিউবার সাথে চীনের চুক্তি হয়েছে- এ ধরনের কোন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই বলে জানায় পেন্টাগন। তবে, এক দিন পরই কিউবায় গুপ্তচর ঘাঁটির বিষয়টি স্বীকার করেছে হোয়াইট হাউস। রোববার (১১ জুন) যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এসেছে এমন তথ্য।

হোয়াইট হাউসের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, ২০১৯ সালে কিউবায় ঘাঁটি বানায় চীন। এ ব্যাপারে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের প্রশাসন অবগত আছে। চীনা ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির বিভিন্ন স্থাপনা থাকার কথাও নিশ্চিত করে হোয়াইট হাউস।

তবে বাইডেন প্রশাসন জানায়, কিউবায় নতুন কোন ঘাঁটি নয়, বরং আগের কাঠামোর সক্ষমতা বাড়ানোর কর্মকাণ্ড শুরু করেছে বেইজিং। এ ব্যাপারটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রেকর্ডে নথিভুক্ত আছে বলেও জানানো হয়। চীনের এমন পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে কিউবার দ্বীপে গুপ্তচর ঘাঁটি আছে চীনের। নতুন গুপ্তচর স্থাপনা তৈরি কিংবা আগের কাঠামোর সক্ষমতা বাড়ানো গেলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ইলেকট্রনিক যোগাযোগের তথ্য সংগ্রহ করার সক্ষমতা চীনের হাতে চলে যাবে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তবে, ঘাঁটি নির্মাণের ব্যাপারটি অস্বীকার করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে চীন।