রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

শিরোনাম

কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা: রাশিয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত

মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

প্রিন্ট করুন

কিয়েভ, ইউক্রেন: রাশিয়া সোমবার (১৭ অক্টোবর) ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে। হামলার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও আটজন নিহত হয়েছে। রাশিয়া ইউক্রেনে কামিকাজে ড্রোন হামলাও চালাচ্ছে। এ দিকে, সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়েস্ক শহরের একটি আবাসিক এলাকায় বিমানটি আঘাত হানে। রুশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী মিখাইল মুরাশকো জানান, এ ঘটনায় তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত তাস বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। এর আগে জরুরি মন্ত্রণালয় ছয়জনের নিহত হওয়ার খবর জানিয়েছিল।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেন, ‘রাশিয়া কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে। তারা সুমি ও কেন্দ্রীয় দিনিপ্রোপেট্রভস্ক এলাকার বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালায়। এর ফলে শত শত শহর ও গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

ইউক্রেন বলছে, ‘হামলায় কিয়েভে চারজন ও সুমির উত্তর পূর্বাঞ্চলে আরো চারজন নিহত হয়েছে।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়াকে ড্রোন সরবরাহ করায় তেহরানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার দাবি জানিয়েছেন।

এ দিকে, ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ‘তারা সোমবার (১৭ অক্টোবর) ইরানের তৈরি আটটি ও রাশিয়ার দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।’

ইরান বলছে, তারা কোন পক্ষের কাছেই কোন অস্ত্র রপ্তানী করে নি।’

তবে যুক্তরাষ্ট্র তেহরানের ড্রোন কর্মসূচির সাথে জড়িত কোম্পানি ও দেশের বিরুদ্ধে পদেক্ষপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।