শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যায় দোষী পুলিশ কর্মকর্তাকে কারাগারে ছুরিকাঘাত

শনিবার, নভেম্বর ২৫, ২০২৩

প্রিন্ট করুন

মিনিয়াপলিস, মিনেসোটা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিস শহরে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন। রায়ের পর থেকে রয়েছেন কারাগারে। সেই ডেরেক শোভিন কারাগারে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর এপির।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব প্রিজন ডেরেক শোভিনের ছুরিকাহত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শোভিন অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশন নামে একটি কারাগারে বন্দী ছিলেন।

কারাগারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, কারাগারের আরেক বন্দী শোভিনকে ছুরিকাঘাত করেছে। তবে ওই বন্দীর পরিচয় প্রকাশিত হয়নি।

ফেডারেল ব্যুরো অব প্রিজন জানিয়েছে, শোভিনের ওপর হওয়া ছুরিকাঘাতটি বেশ গুরুতর, এমনকি প্রাণঘাতীও হতে পারে। তাই, তাকে হাসপাতালে নেয়া হয়েছে জরুরি চিকিৎসার জন্য। এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।

বলে রাখা ভাল, ২০২০ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নির্মমভাবে নিহত হন। জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শোভিন হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। এই হত্যায় ডেরেক শোভিন ছাড়াও আরো তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হন।