রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কোন ‘অর্থহীন’ নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ মানুষের নেই

বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩

প্রিন্ট করুন
নজরুল ইসলাম খান

ঢাকা: ‘আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ‘অর্থহীন’ নির্বাচনে দেশের জনগণের ভোট দেয়ার কোন আগ্রহ নেই।’ বলেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মতিঝিল থেকে দিলকুশা রোডের পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নজরুল ইসলাম খান প্রশ্ন তুলেছেন, ‘একতরফা’ নির্বাচনে নাকি জনসাধারণের সমর্থন রয়েছে, তাহলে কেন কাউন্সিলরদের ভোটারদের ভোটকেন্দ্রে আনার নির্দেশনা দেয়া হয়েছে।’

এ সময় তিনি আরো বলেন, ‘মানুষ ভোট দিতে আগ্রহী নয়। কারণ, তারা জানে এটি একটি অর্থহীন নির্বাচন … এটি কোন প্রকৃত ভোট বা নির্বাচন নয়।’

নজরুল ইসলাম খান ভোটারদের ৭ জানুয়ারি কোনভাবেই ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের জীবন ও জীবিকা নিয়ে খেলা করছে- এমন সরকারকে সহযোগিতা করবেন না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, ‘কেন মানুষকে ভোটকেন্দ্রে আনার জন্য ডামি প্রার্থীর প্রয়োজন। ‘সরকারের নানা প্রোগ্রাম ও সুবিধাগুলোর সুবিধাভোগীদের কেন ভোট না দিলে তাদের কার্ড বাতিল করার হুমকি দেয়া হচ্ছে?’

তিনি বলেন, ‘অধিকাংশ মানুষ এরমধ্যে নির্বাচন প্রত্যাখ্যান করেছে ও তারা ভোটদানও বর্জন করবে।’

দেশের অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন মারাত্মক সংকটে পড়েছে, তখন কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে এ জাতীয় অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা এই অবৈধ নির্বাচনের ব্যয় বন্ধ করার জন্য সরকারকে অনুরোধ করছি … জনগণ এমন নির্বাচন চায় না, যার সব প্রার্থীই আওয়ামী লীগের। আমরা এ ধরনের নির্বাচন চাই না।’

বিএনপি এই নেতা বলেন, ‘তাদের দল এমন একটি নির্বাচন চায়, যেখানে মানুষ নির্দ্বিধায় ভোটা দিতে পারে ও নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।’

বিএনপির তিন দিনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নজরুলসহ জাতীয়তাবাদী শ্রমিক দলের কিছু নেতা-কর্মী গণসংযোগ করেন এবং মতিঝিল অঞ্চলের সোনালি ব্যাংকের কাছের পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।