বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ক্যান্সারজনিত ত্বকের ক্ষত অপসারণ বাইডেনের

শনিবার, মার্চ ৪, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (৮০) ফেব্রুয়ারি মাসে তার বুক থেকে ক্যান্সারজনিত ত্বকের ক্ষত সফলভাবে অপসারণ করিয়েছেন। শুক্রবার (৩ মার্চ) তার ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন। ‘আর কোন চিকিৎসার প্রয়োজন নেই’ উল্লেখ করে বাইডেনের চিকিৎসক, কেভিন ও’কনর একটি প্রতিবেদন হোয়াইট হাউসে প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘একটি নিয়মিত মেডিকেল চেকআপে শনাক্ত করা ক্ষতটি ছিল একটি ‘বেসাল সেল কার্সিনোমা’। যেটি পুরো শরীরে ছড়িয়ে পড়ার বা প্রবণতা থাকে না।’ খবর এএফপির।

১৬ ফেব্রুয়ারি বাইডেনের বার্ষিক মেডিকেল চেকআপের সময় ক্ষতটি অপসারণ করা হয়। পরে তাকে ‘স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাওয়ার জন্য উপযুক্ত’ ঘোষণা করা হয়।

ও’কনর শুক্রবারের (৩ মার্চ) প্রতিবেদনে বলেন, ‘বায়োপসির রিপোর্টে সুন্দরভাবে নিরাময় হতে দেখা গেছে এবং প্রেসিডেন্ট তার চলমান ব্যাপক স্বাস্থ্য সেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত নজরদারি চালিয়ে যাবেন।’

তিনি উল্লেখ করেন ‘বেসাল সেল কার্সিনোমা’ সাধারণত ‘মেলানোমা’ বা আরো গুরুতর ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ ত্বকের ক্যান্সারের মত মারাত্মক নয়।

বাইডেনের ডাক্তারি পরীক্ষার পর ও’কনর বলেন, প্রেসিডেন্ট বাইডেন একজন সুস্থ্য, সবল, ৮০ বছর বয়সী পুরুষ। তিনি প্রধান নির্বাহী, রাষ্ট্র প্রধান ও কমান্ডার ইন চীফ হিসেবে সফলভাবে প্রেসিডেন্সির দায়িত্ব পালনে সক্ষম।

সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালে পুনরায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশিত ঘোষণা দেয়ার আগে তার চেকআপ করা অত্যন্ত জরুরী।