শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় পার্টিতে বন্দুক হামলা, চারজনের মৃত্যু

সোমবার, মার্চ ৪, ২০২৪

প্রিন্ট করুন

কিং সিটি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কিং সিটিতে একটি আবাসিক ভবনের সামনে পার্টি চলাকালে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই পার্টি চলাকালে হঠাৎই গাড়িতে করে অজ্ঞাত বন্দুকধারীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গুলি ছোড়া শুরু করে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হয়েছে। এছাড়া, গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

এ দিকে, গুলিবিদ্ধ আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কিং সিটি পুলিশ। পলাতক হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।