শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ক্ষেপণাস্ত্র পরীক্ষা হল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘প্রতিরোধ ব্যবস্থা’

বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২

প্রিন্ট করুন

পিয়ং ইয়াং, উত্তর কোরিয়া: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ‘প্রতিরোধ ব্যবস্থা’ হিসেবে উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ কথা বলেছে।

উত্তর কোরিয়ার মঙ্গলবারের (৪ অক্টোবর) জাপানের ওপর দিয়ে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনার জন্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে। এ প্রেক্ষিতে উত্তর কোরিয়া এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে ‘প্রতিরোধ ব্যবস্থা’ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাদের যৌথ সামরিক মহড়া জোরদার করেছে। উত্তর কোরিয়া বলেছে, ‘এটি কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বাড়াচ্ছে।’

এছাড়া উত্তর কোরিয়া পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান ফের মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। এক মাসেরও কম সময়েরও মধ্যে যুক্তরাষ্ট্র বুধবার (৫ অক্টোরব) দ্বিতীয় বারের মত তাদের এ রণতরীটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর কোরিয়া বলছে, ‘কোরীয় উপদ্বীপের জলসীমায় মার্কিন রণতরী ফের মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে মারাত্মক হুমকি সৃষ্টি করছে।’

উল্লেখ্য, উত্তর কোরিয়া বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বল্পপাল্লার দুইটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দুসপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটি ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।