সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৭ জন নিহত

মঙ্গলবার, অক্টোবর ১১, ২০২২

প্রিন্ট করুন

জাপোরিঝিয়া, ইউক্রেন: ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝিয়ায় সাতটি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) তারা এ তথ্য জানায়।
দক্ষিণ ফ্রন্টের আর্টিলারি যুদ্ধ থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরের আগে শহরের কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা টেলিগ্রামে বলেছে, ‘মোট ১৭ জন নিহত হয়েছে।’ তাদের মধ্যে এক শিশুও রয়েছে।

প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার কথা বলা হলেও পর্যায়ক্রমে এ সংখ্যা বেড়েছে। এর আগে শনিবার (৬ অক্টোবর) ১৪ জনের নিহত হওয়ার কথা বলা হয়। মূল রাস্তায় একটি পাঁচতলা আবাসিক ভবন প্রায় ধ্বংস হয়ে গেছে।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, ‘জাপোরিঝিয়া ‘প্রতিদিন ব্যাপক রকেট হামলার শিকার হচ্ছে। এটি একটি ইচ্ছাকৃত অপরাধ।’

ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরটি জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত। এছাড়াও রাশিয়ান-অধিকৃত পারমাণবিক কেন্দ্রটি এখানেই অবস্থিত, সেখানে ব্যাপক হামলা চালানো হচ্ছে।

রাশিয়া দাবি করে যে, তারা এ অঞ্চলটিকে সংযুক্ত করেছে। যদিও তার বাহিনী এটির সব এলাকা নিয়ন্ত্রণ করে না।

ইউক্রেন বলেছে যে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়ির একটি কনভয়ে শেল বর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।’

কিয়েভ এ জন্য মস্কোকে দায়ী করেছে।