বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

খাসোগির মার্কিন আইনজীবীকে মুক্তি দিল আরব আমিরাত

শনিবার, আগস্ট ১৩, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: নিহত সৌদি-মার্কিন সাংবাদিক জামাল খাসোগির সাবেক আইনজীবী অসীম গফুরকে মুক্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

গত ১৪ জুলাই দুবাই বিমানবন্দর দিয়ে ট্রানজিট করার সময় অসীম গফুরকে অর্থ পাচারের অভিযোগে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার পরে গ্রেফতার করা হয়। তবে চলতি সপ্তাহে জরিমানা দেয়ার পর তিনি মুক্তি পেয়েছেন বলে তার আইনজীবী ফয়সাল গিল শুক্রবার (১২ আগস্ট) জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন দূতাবাস তার মুক্তির বিষয়ে সহায়তা করেছিল বলেও জানিয়েছেন তিনি।

অসীম গফুর দেশে ফিরেছেন বলেও তার আইনজীবী জানিয়েছেন।

২০১৮ সালে তুরস্কে সৌদি আরবের দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগিকে নৃশংসভাবে হত্যা করে সৌদি হিট স্কোয়াডের সদস্যরা। এরপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও রিপোর্ট দেয়া হয় প্রিন্স সালমান খাগোসিকে হত্যার জন্য নির্দেশ দিয়েছিলেন।

রিপোর্ট প্রকাশের পর বাইডেন বলেছিলেন, ‘সৌদি আরবকে একটি একঘরে রাষ্ট্র করে দেবেন তারা।’