মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শিরোনাম

খুলনার দাকোপে জমে উঠেছে কোরবানির পশুর হাট

বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩

প্রিন্ট করুন

দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার দাকোপ উপজেলায় আসন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু কেনা-বেচার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতা ও বিক্রেতারা। চালানপৌরসভা সদরে

বুধবার (২১ জুন) সকালে চালনা পৌরসভার পশুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের উপছে পড়া ভীড়। সপ্তাহের অন্য হাটের দিনের তুলনায় গরু ও ছাগলের সরবাহ ছিল বেশী।

গরু ব্যবসায়ী জয়দেব ও সমীর মন্ডল বলেন, ‘১০/২০টি দেশী ষাঁড় হাটে তুলেছি। আসা করছি, ভাল দামে বিক্রি করতে পারব।’

ময়না বেগম তার নিজের পোষা দুইটি ছাগল নিয়ে দাড়িয়ে আছেন। দাম হেঁকেছেন ১৮ হাজার টাকা। বাড়ীতে পালন করা উত্তম সরদার একটি ভেড়ার দাম চাচ্ছেন দশ হাজার টাকা।

কোরবানির জন্য গরু কিনতে আসা নুর ইসলাম ও আরাফাত হোসেন বলেন, ‘এবার হাটে প্রচুর ছাগল, ভেড়া ও গরু উঠেছে। কিন্তু, দাম বেশী হওয়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যাছে।’

এ ব্যাপােরে পশুর হাটের ইজারাদার মো. জাহিদুর রহমান মিলটন বলেন, ‘গ্রামাঞ্চলের মাঠে ঘাস খেয়ে বেড়ে উঠা দেশী ছোট আকারের গরুর চাহিদা বেশী। চাহিদা মোতাবেক যে কোন সাইজের গরু চালনা পশুর হাটে পাওয়া যায়। দেশের বিভিন্ন মোকাম থেকে ব্যাপারীরা এসে হাটে গরু কিনছেন। কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু এ হাটে কম ওঠে। তাই, হাটের গরুর প্রতি ক্রেতাদের চাহিদা অনেক বেশি।’